২০ টাকা কেজি পাতা পেঁয়াজ হিলি বাজারে

Ads

হিলিসহ তার আশেপাশের সব বাজারগুলোতে শোভা পাচ্ছে শীতকালীন বিভিন্ন সবজি। আর বিক্রেতাদের ডালিতে পাতা পেঁয়াজও রয়েছে। ক্রেতারা স্বাচ্ছন্দে পাতা পেঁয়াজ ক্রয় করছেন।

কাঁচাবাজারে শীতকালীন সবজির সমারোহ। শীতকালীন সবজির ও আমদানিকৃত পেঁয়াজের দাম উর্ধ্বমুখী। তবে ক্রেতাদের স্বস্তি পাতা পেঁয়াজে। প্রতিকেজি পাতা পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা কিছুদিন আগেও ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

উপজেলার বিরামপুরের কৃষক ছরোয়ার বলেন, আমি গত দুই সপ্তাহ যাবত বিভিন্ন হাটে পাতা পেঁয়াজ বিক্রি করছি। প্রথমদিকে পাতা পেঁয়াজের ভালো দাম পেলেও এখন ১৭-১৮ টাকা পাইকারি দরে বিক্রি করছি।

হিলি হাটে সবজি কিনতে আসা ক্রেতা মমিন বলেন, হাটে শীতকালীন সবধরনের সবজি রয়েছে। বাজারে সবচেয়ে কম দামে পাতা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আমি প্রতিকেজি পাতা পেঁয়াজ ২০ টাকা দরে কিনেছি।

সবজি ব্যবসায়ী আলমগীর বলেন, এই সপ্তাহ থেকে শীতকালীন সব সবজির সরবরাহ বেড়েছে। আগের তুলনায় দামও কমেছে। তবে আমদানি করায় দাম বেড়েছে পেঁয়াজের। বর্তমানে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি ২৮-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। যা আগে ছিল ৩৫-৪০ টাকা।

সবজির আরেক ব্যবসায়ী কিতাব বলেন, ক্রেতারা অন্যান্য সবজির পাশাপাশি পাতা পেঁয়াজও কিনছেন। আগে পাতা পেঁয়াজের দাম বেশি থাকলেও এখন দাম কমেছে। খুচরা প্রতিকেজি পাতা পেঁয়াজ ২০ টাকায় বিক্রি হচ্ছে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...