আবারও বাড়ল সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা

Ads

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস যখন চরমে তখন খুচরা বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। লিটারে বেড়েছে ১০ টাকা। এখন বোতলজাত ১ লিটারের দাম ১৭৩ টাকা করা হয়েছে। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকা দরে। পাম তেলের দাম ১৩২ টাকা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা নির্ধারণ করেছিল সরকার।  প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয় ১৪৯ টাকায়। ৫ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হয় ৮০০ টাকায়।

আজ থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকায়। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।

এতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...