লকডাউন: পেঁয়াজের কেজি ৬০ টাকা, বিপাকে নিম্ন আয়ের ক্রেতারা

Ads

লকডাউনের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র এক দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা। এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বেশিরভাগ ব্যবসায়ী দেশি পেঁয়াজ বিক্রি করছেন ৬০ টাকা কেজি দরে। কোনো কোনো দোকানে ৫৫ টাকা কেজিতেও পেঁয়াজ পাওয়া যাচ্ছে। অথচ একদিন আগেও বেশিরভাগ দোকানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকায়।

অন্যদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা, যা আগে ছিল ৩৭ থেকে ৩৮ টাকার মধ্যে।

এদিকে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের ক্রেতারা হতাশ হয়ে পড়ছেন। তারা বলছেন একদিনে চলছে লকডাউন অন্যদিকে বাজারে সবকিছুর দাম বাড়তি। লকডাউনে ইনকাম বন্ধ। এমতাবস্থায় পরিবার নিয়ে বেশ কষ্টে দিন পার করতে হচ্ছে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...