আবারও বেড়েছে পেঁয়াজের দাম, হতাশ ক্রেতারা

Ads

পাইকারী ও খুচরা বাজারে আবারও বাড়ছে পেঁয়াজের দাম। লোকসানের আশঙ্কায় আমদানি কমিয়ে দেওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম বাড়ায় হতাশ হয়ে পড়ছেন নিম্ন আয়ের ক্রেতারা।

হিলিতে এক দিন আগে ইন্দোর জাতের পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হলেও তা বেড়ে ২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৯ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলি বাজারে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ কিছুটা নিম্নমানের ২৬ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা এক দিন আগেও ২৪ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, বন্দর দিয়ে আগে বেশি করে পেঁয়াজ আমদানি হওয়ার ফলে দাম অনেকটা কমে আসছিল। আমরা কম দামে কিনছিলাম, কম দামে বিক্রি করছিলাম। বর্তমানে পেঁয়াজের আমদানি কমে আসায় আবারও পেঁয়াজের দাম বাড়ছে; যার কারণে আমাদের যেমন বেশি দামে কিনতে হচ্ছে, তেমনি বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, লোকসানের আশংকায় আমদানি কমায় দাম বেড়েছে। আগে বন্দর দিয়ে ৩০-৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ১৫-২০ ট্রাক করে আমদানি হচ্ছে। যার কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...