বন্যায় গাইবান্ধায় ধান,পাট,সবজ্বি,বীজ তলাসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি

Ads

গাইবান্ধায় বন্যার পানিতে প্রতি দিন নিমজ্জিত হচ্ছে নতুন নতুন ফসলের ক্ষেত। বর্ষালি আউষ, রোপা আমন ও আমন বীজ তলা,সবজি সহ এসব নানা ফসল দির্ঘ দিন ধরে পনিতে ডুবে থাকাই তা পচে পম্পন্ন নষ্ট হয়ে যাচ্ছে। ধার দেনা করে লগানো ক্ষেতে ফসল হারিয়ে চরম ক্ষতিগ্রস্থ কৃষকরা। ক্ষতির শিকার কৃষকরা আবার নতুন করে ঘরে দারাতে সরকারি সহায়তার দাবি দাবি করেছে।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আশা পানিতে গাইবান্ধার বন্যায় দেখাদিয়েছে। বন্যার পানিতে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ডুবে যাচ্ছে ফসলী ক্ষেত। সদ্য রুপিত রোপা আমন,আমন বীজ তলা,আউষ,পাট,পান বরজ সবজিসহ বিভিন্ন ফসল দির্ঘদিন ধরে পানিতে নিমজ্জিত রয়েছে। ফসল ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতিমুখে পরেছেন কৃষক। জেলা কৃষি সম্প্রসারণের জানায় জেলার সুন্দরগঞ্জ,ফুলছড়ি, সাঘাটা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও গাইবান্ধা সদর সহ ৬ উপজেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৮ শ ৭৩ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে।

এরমধ্যে আউশ ৩ হাজার ১শ’ ৩৭ হেক্টর,রোপা আমন বীজতলা ২ হাজার ৮শ’ ৪২ হেক্টর, পাট ৬ হাজার ৬ শ’ ১০ হেক্টর সদ্য রোপনকৃত আমন ২৫ হেক্টর, শাক-সবজি ১ হাজার ৩৬ হেক্টর ,পান বরজ ৩ হেক্টর ও অন্যান্য ফসল রয়েছে ১২০হেক্টর। দির্ঘ দিন ধরে পনিতে ডুবে থাকাই এসব ক্ষেত ফসল পঁচে সম্পন্ন নষ্ট হয়ে যাওয়ার অশঙ্কা করছেন কৃষক।

বন্যার পানি দির্ঘস্থায়ী হওয়ায় রুপিত ক্ষেতের ফসল হরিয়ে কৃষকেরা এখন দিশেহারা হয়ে পড়েছে। ক্ষেতে লাগানো ফসল বন্যা পনিতে নষ্ট হওয়ায় কৃষকরা নতুন করে যে ফসল লাগাবে তারো উপায় নেই।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা তাই সরকারের কাছে কৃষি পূর্নবাসনের আওতায় ফলের ক্ষতি পুরনের দাবি জানিয়েছে।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক জানান, চলতি বন্যায় ৬ উপজেলার বিভিন্ন ধরনের ফসল নিমজ্জিত থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষক। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্থ ফসলের জমিতে যাতে আবার নতুন করে ফসল লাগাতে পারে সে জন্য কৃষকদেরকে সরকারী ভাবে পূর্নবাসন সহযোতা দেওয়া হবে।

বন্যায় ফসল হারিয়ে ক্ষতির শিকার কৃষরা ঘুরে দারাতে এখন তাকিয়ে আছে সরকারি সহয়োতার দিকে। সরকার কৃষকদের নতুন করে ঘুরে দারাতে দ্রুত সহয়োতা দেবে এমটি দাবি তাদের।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...