সরিষাবাড়িতে গম চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

Ads

গম চাষ করতে যে পরিমাণ খরচ হয় সে অনুযায়ী বাজারে গমের দাম না পাওয়ার কারণে দিন দিন গম চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন জামালপুরের সরিষাবাড়ির কৃষকরা। সরিষাবাড়িতে গম চাষে আগ্রহ হারাচ্ছেন স্থানীয় কৃষকরা।  আগে কৃষকরা যেসব জমিতে গমের চাষ করতেন এখন এসব জমিতে গমের পরিবর্তে অনন্যা ফসলের চাষ করছেন।

গম চাষে খরচের পরিমাণ অনেক বেশি সে তুলনায় বাজারে কম দামে বিক্রি হয়। এর ফলে দেশের অন্যান্য অঞ্চলের মতো গম চাষে আগ্রহ হারাচ্ছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃষকরাও। অনেক কৃষক গমের পরিবর্তে চাষ করছেন অন্যান্য ফসলের। ফলে এ অঞ্চলে গমে যাচ্ছে গমের চাষ।

কৃষক হাবিবুর রহমান বলেন, আমার ৩৩ শতাংশ জমিতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী গম চাষ করেছি। ফসলের অবস্থা তেমন ভালো হয়নি। ঠিকমত পানি দেওয়া যায় না। তাছাড়া গম চাষ করতে খরচও অনেকটা বেশি। তাই আগের তুলনায় কম জমিতে গম চাষ করেছি।

আরেক কৃষক লিটন মিয়া জানান, গম চাষ করতে প্রত্যেক বিঘায় খরচ হয় ৫ থেকে ৬ হাজার টাকা। তারা গম পাওয়া যায় ৭ থেকে ৮ মণ। বর্তমান বাজারমূল্য হিসেবে বিক্রি করি ৭০০-৮০০ টাকা মণ। লাভ আর কি হবে আসলই উঠে না।

উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গম চাষে খরচের তুলনায় দাম কম পাওয়ায় কৃষকরা গম চাষ বাদ দিয়ে অন্যান্য ফসল চাষে ঝুঁকছেন। গমে রোগের আক্রমণের ফলে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে সঠিক নিয়মে রোগ নিয়ন্ত্রণ করতে পারলে ফলন ভালো পাওয়ার পাশাপাশি দামও ভালো পাবেন চাষিরা।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...