ময়মনসিংহে দিশেহারা চাষিরা ,মরছে টমেটো গাছ

Ads

ময়মনসিংহে মরছে টমেটো গাছ। এর ফলে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। এ বছর ময়মনসিংহে ১৮ হাজার ৪০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এর মধ্যে ৭ হাজার ৯০০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে।অনেকেই ঋণ নিয়ে সবজির চাষ করেছিলেন। কোনো কোনো কৃষক ক্ষতি এড়াতে মরা ও পচন ধরা টমেটো গাছের চারা ফেলে দিয়ে পুনরায় ওই ক্ষেতে মরিচ ও কপির চারা রোপণ করছেন।

কৃষক হাসান আলী বলেন, আমি প্রত্যেক বছরই টমেটোর চাষ করি। গত বছরও টমেটো থেকে এক লাখ টাকা আয় করেছিলেন। এবার টমেটোর গাছ মারা যাওয়ায় খুব দুশ্চিন্তায় পড়েছি। কিভাবে এই ক্ষতি পূরণ করবো তা ভেবে পাচ্ছি না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আগাম সবজি ক্ষেতের টমেটোর চারা অজানা রোগে মারা যাচ্ছে। সাবাড় হচ্ছে ক্ষেতের পর ক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

জাফর মণ্ডল পাড়ার কৃষক আব্দুল হকের তিনি দুই লাখ টাকায় ৭৭ শতাংশ জমি বর্গা নিয়ে আগাম টমেটোর চারা রোপণ করেছিলেন। ৫৫ শতাংশ জমির টমেটো গাছ মরে গেছে। ছোট ছোট ফুল ও ফলন হওয়া গাছগুলো বাঁচানোর জন্য অনেকের পরামর্শ নিয়েও শেষ রক্ষা হয়নি।

বোররচর গ্রামের রেজাউল ইসলাম ৫৫ শতাংশ জমিতে টমেটো চাষ করেছিলেন। তার খরচ হয়েছিল ৯০ হাজার টাকা। টমেটো গাছ মরে যাওয়ায় এখন জমিতে মরিচের চাষ করছেন।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...