বাদামের বাম্পার ফলনে খুশি কৃষকরা সিরাজগঞ্জে

Ads

সিরাজগঞ্জে বাদামের বাম্পার ফলন হওয়ায় বেশ খুশি স্থানীয় কৃষকরা। এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় বাদাম চাষ করে বাম্পার ফলন পেয়েছেন চাষিরা। বাজারে দাম ভালো পেলে লাভবান হতে পারবেন বলে মনে করছেন তারা।

জানা যায়, বাদাম চাষে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষে বেশি আগ্রহ সিরাজগঞ্জের যমুনা নদীর চর অঞ্চলের চাষিদের। বাদামের চাষ করতে খরচ কম ও সেই তুলনায় লাভ বেশি। তাই চরের কৃষকরা অন্য ফসল বাদ দিয়ে বাদাম চাষে ঝুঁকেছেন।

বাদাম চাষি হাকিম শেখ বলেন, এবারের মৌসুমে ২ বিঘা জমিতে বাদাম চাষ করেছিলাম। আবহাওয়া ভালো থাকায় ফলন বেশ ভালো হয়েছে। আমার মতো অনেক কৃষকই চরে বাদাম চাষ করেছেন। আশা করছি এবার ফলনের পাশাপাশি দামও ভালো পাবো।

উপজেলার কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ জানান, চরের জমি ও আবহাওয়া বাদাম চাষের জন্য খুবই উপযোগী। কৃষকরা যাতে বাদামের ফলন ভালো পান সেজন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। আশা করছি চাষিরা লাভবানও হতে পারবেন।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...