বগুড়ায় বাড়ছে মরিচের আবাদ, লাভবান হচ্ছেন চাষিরা

Ads

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বগুড়া জেলায় কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। এছাড়াও কাঁচা মরিচের দাম তুলনামূলকভাবে ভাল পাওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে মরিচের ব্যাপক চাহিদা থাকায় মরিচ চাষে ঝুঁকছেন বগুড়ার চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় এবার মরিচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ৬১৫ হেক্টর জমি। এখন পর্যন্ত উৎপাদন হয়েছে ৬ হাজার ৯৬৫ হেক্টর।

চাষিরা বলছেন, এক বিঘা জমিতে মরিচ চাষে খরচ হয় ২৫-৩০ হাজার টাকা। মরিচ পাওয়া যায় ৩০-৩৫ মণ। বর্তমানে বাজারে কাঁচা মরিচের মণ ৮০০ টাকা। এক বিঘা জমি থেকে ৮-১০ মণ পর্যন্ত শুকনো মরিচ পাওয়া যায়। বাজারে ১ মণ শুকনো মরিচ ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

এ প্রসঙ্গে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শাহাদুজ্জামান বলেন, দাম ভাল থাকার কারণে জেলায় মরিচা চাষে কৃষকরা বাড়তি আগ্রহ দেখাচ্ছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মরিচ উৎপাদন হবে বলেও তিনি জানিয়েছেন।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...