কুণাইল জাতের ধান চাষে ব্যস্ত কৃষকরা : যমুনার চরাঞ্চলে

Ads

যমুনার চরাঞ্চলে কুণাইল জাতের ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার চলতি মৌসুমে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কুণাইল জাতের ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন যমুনা চরাঞ্চলের চাষিরা। শীতকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের চারা রোপনের কাজ করছেন তারা। আবহাওয়া ঠিক থাকলে ভালো ফলনের আশা করছেন তারা।

জানা যায়, গত কয়েকমাস ধরে যমুনা নদীর পানি কমার পর চরাঞ্চলে ছোট বড় অসংখ্য দ্বীপ চর জেগে ওঠেছে। এসব চরে বাদাম, খেসারি, মসুর ডাল, ভুট্রা, গম, সরিষাসহ বিভিন্ন ধরণের রবি ফসল চাষের পাশাপাশি কুণাইল জাতের ধানের চারাও রোপন করছেন কৃষকরা। আবহাওয়া চাষের অনুকূলে থাকলে এ জাতের ধানের ভালো ফলন আশা করছেন চাষিরা।

চরাঞ্চলের কৃষক আলীম বলেন, এখন যমুনা চরাঞ্চলে কুণাইল জাতের বোরো ধান চাষাবাদের উপযুক্ত সময়। তাই বোরো ধান চারা রোপন করছি। এ ধানের চারা রোপনে কোন খরচ নেই। এ জাতের ধান চাষে কৃষি অফিস থেকে পরামর্শ বা সহযোগিতা পেলে আমরা বোরো চাষিরা আরও স্বাবলম্বী হতে পারবো।

উপজেলার কৃষি কর্মকর্তা আল মামুন জানান, এবার দীর্ঘমেয়াদি বন্যায় চরাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। যার কারণে এবার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য চরাঞ্চলের কৃষকরা স্থানীয় কুণাইল জাতের বোরো ধান চাষে আগ্রহী হচ্ছে। আশা করছি কৃষকরা লাভবান হবেন।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...