সবজি চাষে লাখপতি প্রতিবন্ধী আলাউদ্দিন বান্দরবানে

Ads

টমেটো, মরিচ, করলা, বেগুন, ক্ষিরা, লালশাক, কচুসহ নানা জাতের সবজি চাষে লাখপতি হয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী গ্রামের প্রতিবন্ধী আলাউদ্দিন। প্রতিবন্ধী হয়েও সমাজের বোঝা না হয়ে হয়েছেন উদ্যোক্তা। নিজের পরিশ্রম, মেধা ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে তিনি এ সফলতা পেয়েছেন।

চলতি বছর শুকনো মৌসুমে দুই একর জমিতে করেছেন সবজি চাষ। এ পর্যন্ত টমেটো বিক্রি করেছেন ৯ হাজার কেজির মতো। এতে অনেক টাকা মুনাফা হয়েছে বলে তিনি জানান।

আলাউদ্দিন বলেন, ‘দুই একর জমি বর্গা নিয়ে বিভিন্ন জাতের সবজি চাষ শুরু করেছি। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমেই আরও লাখ টাকা আয় করা সম্ভব হবে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল আলম বলেন, প্রতিবন্ধী আলাউদ্দিন একজন সফল চাষি। অনেক সময় তাকে বিভিন্ন সবজি চাষের সফলতার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...