হবিগঞ্জে সুইট লেডি পেঁপে চাষে সফল মিল্লাদ

Ads

হবিগঞ্জে সুইট লেডি পেঁপে চাষে সফল হয়েছেন আব্দুল গাফ্ফার তালুকদার মিল্লাদ। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের পূর্ব বিরামচর গ্রামের বাসিন্দা। রংপুর থেকে সুইট লেডি জাতের পেঁপের চারা সংগ্রহ করে রোপণ করেন তিনি। চারা রোপণের পরে প্রতিটি গাছে ২৫-৩০টি করে পেঁপে ধরেছে।

জানা যায়, শুরুতেই তিনি নিজেদের প্রায় ৩৬ শতক পতিত জমিতে পেঁপের চাষ করেছিলেন। এরপর ৩০০ পেঁপের চারা রোপণ করেন। রোপণের প্রায় তিন মাসের মধ্যেই প্রতিটি গাছে গড়ে ২৫-৩০টি করে পেঁপে ধরে। সুইট লেডি জাতের পেঁপে চাষ করে এলাকায় সবার দৃষ্টি কেড়েছেন তিনি।

মিল্লাদ বলেন, আগে থেকেই পেঁপে বাগান করার ইচ্ছা ছিল। কৃষি কর্মকর্তা ও আমার পরিচিতরা পেঁপে চাষে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। সুইট লেডি জাতের পেঁপের চাষ করতে মোট ৩০ হাজার টাকা খরচ হয়েছে আমার। এক বছরে প্রতিটি গাছ থেকে প্রায় ৮০০ থেকে ১ হাজার টাকার পেঁপে বিক্রি করার সম্ভাবনা রয়েছে।

উপ-সহকারী কৃষি অফিসার সাইদুর রহমান জানান, পেঁপে চাষি আব্দুল গাফ্ফার তালুকদার মিল্লাদকে আমি পরামর্শ দিয়েছি। পেঁপের চাষ করে তিনি বেশ সফল হয়েছেন।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...