অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সরকার কৃষির ওপর সর্বোচ্চ জোর দিয়েছে: পরিবেশমন্ত্রী

Ads

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে; তা পুষিয়ে নিতে সরকার কৃষির ওপর সর্বোচ্চ জোর দিয়েছে। কৃষকদের সার, বীজ, টাকাসহ নানা ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও কৃষকদের প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১১জুন) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, চারা ও উপকরণ সহায়তা বাবদ চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ির আঙিনার কোন খালি জায়গা পতিত না রাখার অনুরোধ করেছেন। একসময় দেশের অর্থনীতি নির্ভর করতো কৃষির ওপর। সরকার হারানো সে অতীত ফিরিয়ে আনতে নানামুখি উদ্যোগ নিয়েছে। সরকারের উদ্যোগের ফলে করোনার ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, আব্দুর রব, লিটন শরীফ প্রমুখ।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...