কালো দাগ ও অন্তর ফাঁপা রোগ দমনে করণীয় : আলুর

Ads

আলুর বিভিন্ন ধরনের রোগ রয়েছে যা আলুর মারাত্নক ক্ষতি করে। আলুর কালো দাগ ও অন্তর ফাঁপা রোগ অন্যতম।এসব রোগ আলুর ফলনে ব্যাপক ক্ষতি করে। আর এসব কারণে চাষিরা আলুর ফলন নিয়ে হতাশ হন।

আলুর ভিতরের কালো দাগ : অপরজীবি জনিত রোগ। আলুর টিউবারের কেন্দ্র কালো বা নীলচে কালো রং ধারণ করে। অক্সিজেনের অভাব বেশি হলে সমস্ত টিউবারই কালো হয়ে যেতে পারে। আক্রান্ত অংশ সংকুচিত হয়ে ফেঁপে যেতে পারে।

দমন ব্যবস্থাপনা:
১. উচ্চ তাপমাত্রায় আলু সংরক্ষণ না করা।
২. আলুর গুদামে বাতাস চলাচলে ব্যবস্থা রাখতে হবে।।

আলুর কমন স্কেব রোগ : শুধু মাত্র টিউবারেই লক্ষণ প্রকাশ পায়। টিউবারের গায়ে বাদামী রঙের বসে যাওয়া, উঁচু অথবা খসখসে দাগ (দাদ) দেখা যায়।

দমন ব্যবস্থাপনা:
১. ফসল পর্যায়, শোধিত ও রোগ মুক্ত আলুর বীজ ব্যবহার করতে হবে।
২. ক্ষারীয় মাটিতে আলুর আবাদ পরিহার করা জরুরি।
৩. জমিতে নিয়মিত ও পরিমিত সেচ ব্যবস্থা করতে হবে।

আলুর অন্তর ফাঁপা রোগ : অপরজীবিজনিত রোগ। সাধারণত বড় বড় আলুর কেন্দ্রে অসম ফাঁপা অংশ সৃষ্টি হয়। পাশের কোষ সমূহ খসখসে ও বাদামি বর্ণ ধারণ করে যা বাহির থেকে বুঝা যায় না।

দমন ব্যবস্থাপনা:
১.কম দূরত্বে আলুর বীজ বপন করতে হবে।
২.সুষম সার ব্যবহার করতে হবে।
৩.নিয়মিত সেচ প্রদানের ব্যবম্থা করা

এছাড়া আলুসহ বিভিন্ন ফসলের রোগ বালাই দমন সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নেওয়া যেতে পারে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...