ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক

Ads

ঠাকুরগাঁওয়ে এবার ব্যাপক হারে মিষ্টি কুমড়া চাষের সাথে সাথে বাম্পার ফলন হয়েছে। কিন্তু নানা কারণে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না।

পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম পড়ে গেছে। খেত ও সড়কের পাশে হাজার হাজার মিষ্টি কুমড়ার স্তুপ জমে আছে। কৃষক ও ব্যবসায়ীরা অপেক্ষায় আছেন সুলভ ভাড়ায় যদি ট্রাক পাওয়া যায় সেই আশায়।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ আফতাব হোসেন জানান, ঠাকুরগাঁওয়ে এবার ১২০০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ২৪ হাজার টন। যা দেশের অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ।

তিনি বলেন, ‘পরিবহন ব্যয় বেড়েছে দ্বিগুণ। তাই দাম কমে গিয়ে এখন ৩-৪ টাকা কেজি দরে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে। এ দামে বিক্রি করলে কৃষকের লাভ হবে না।’

তবে তিনি জানান, মিষ্টি কুমড়া সহজে পচে না, সংরক্ষণ করা যাবে। তাছাড়া কুমড়া পরিবহনের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা গেলে পরিবহন সমস্যার সমাধান হতো।

এদিকে, মিষ্টি কুমড়া উৎপাদনকারী কৃষক যাতে ন্যায্যমূল্য পায় সে জন্য জেলা প্রশাসন করোনাকালীন ত্রাণ হিসেবে বিতরণের জন্য খাদ্যদ্রব্যের সাথে একটি করে মিষ্টি কুমড়া যুক্ত করেছে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...