গম উৎপাদন বাড়াতে চায় আলজেরিয়া আমদানি কমিয়ে

Ads

বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্যশস্য আমদানিকারক উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। জ্বালানি তেল ও গ্যাস খাত থেকে আয় কমে যাওয়ায় খাদ্যশস্য আমদানি কমিয়ে গম উৎপাদন বাড়াতে চায় দেশটি।

দেশটির প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবউন তার সরকারের প্রতি দুরুম হুইট (শক্ত জাতের গম) উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সফট হুইট আমদানি কমিয়ে আনতে বলেছেন তিনি।

বিশ্বের জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য আলজেরিয়া। আলজেরিয়ার বেশ কয়েকটি সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালীন সংকটের মধ্যে জ্বালানি তেল ও গ্যাস খাত থেকে আয় কমে গেছে।

অর্থনীতি চাপের মুখে পড়ায় দেশটি খাদ্য ও অন্যান্য পণ্যসামগ্রী ক্রয়সংক্রান্ত ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে। এ কারণেই গম উৎপাদন বাড়ানোর কথা ভাবছে দেশটি।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...