থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে দুই লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার

Ads

চালের বাজারে অতিরিক্ত দামের নাগাল টেনে ধরার পাশাপাশি নিরাপদ মজুদ নিশ্চিত করতে জরুরি প্রয়োজনে থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাকোন্নাখন ন্যাশনাল ফার্মার্স কাউন্সিল থেকে ১.৫০ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ও ভিয়েতনাম থেকে বাকি ৫০ হাজার আতপ চাল কেনা হবে। এই দুই লাখ মেট্রিক টন চাল কিনতে সরকারের ব্যয় হবে ৯৬২ কোটি ৪৮ লাখ টাকা।

এদিকে চলতি আমন সংগ্রহ মৌসুমে ২.০৭ লাখ মেট্রিক টন ধান এবং ৬.৫০ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার বিপরীতে গত ০৩.০৩.২০২১ তারিখ পর্যন্ত মাত্র ৭০,২১০ মেট্রিক টন চাল ও ১১,৭৯৮ মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এ পরিস্থিতিতে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখাসহ নিরাপত্তা মজুত সুসংসহত করতে চাল আমদানির সিদ্ধান্ত হয়। এজন্য আন্তর্জাতিক দরপত্র আহবানের পাশাপাশি সরকার থেকে সরকার (জি টু জি) পর্যায়ে চাল আমদানির উদ্যোগও নেওয়া হয়েছে। গত ০৩/০৩/২০২১ তারিখের দৈনিক খাদ্যশস্য পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী মজুতের পরিমাণ: চাল- ৫.৩০ লাখ মেট্রিক টন ও গম- ১.০৩ লাখ মেট্রিক টন, সর্বমোট ৬.৩৩ লাখ মেট্রিক টন।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...