চলতি মৌসুমে ভারত গম রেকর্ড গড়তে যাচ্ছে উৎপাদনে

Ads

চলতি মৌসুমে গম উৎপাদনে রেকর্ড গড়তে যাচ্ছে ভারত। চলতি বছর ১০ কোটি ৯২ লাখ ৪০ হাজার টন গম উৎপাদন হতে পারে বলে জানিয়েছে ভারতের কৃষি মন্ত্রণালয়।

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের পূর্বাভাস, চলতি মৌসুমে ভারতের শস্য উৎপাদন রেকর্ড ৩০ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টনে দাঁড়াতে পারে। গত মৌসুমে যেখানে উৎপাদন হয়েছিল ২৯ কোটি ৭৫ লাখ টন।

ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় তাদের দ্বিতীয় পূর্বাভাসে জানায়, চলতি মৌসুমে বিশ্বের দ্বিতীয় গম উৎপাদনকারী দেশ ভারতের গম উৎপাদন ১ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে। অন্যদিকে চাল উৎপাদন বাড়বে ১ দশমিক ২ শতাংশ। চাল উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় হলেও রফতানিতে প্রথম।

উচ্চফলনশীল বীজের পাশাপাশি অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে গম ও ধানের রেকর্ড ফলন হতে পারে ভারতে।

এদিকে গুদামঘরগুলো শস্যে ভরপুর থাকায় নতুন মৌসুমের শস্য কতটুকু জায়গা দিতে পারবে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আগামী মাস থেকে ফসল তোলা শুরু হলে তা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ইঁদুরের হামলার শিকার হতে পারে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...