২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষে ছয় বন্ধুর সাফল্য ঠাকুরগাঁওয়ে

হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষে ছয় বন্ধুর সাফল্য ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁওয়ের খলিশাকুড়ি এলাকার ছয় তরুণ উদ্যোগী হয়ে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজির চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন।ঠাকুরগাঁওয়ে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষে ছয় বন্ধুর সাফল্য এসেছে।

আল আমিনের তার বন্ধু নাহিদ হাসান, সাবা সাঈদ, হাসান, মাহমুদ ও বাপ্পীকে নিয়ে দুই বিঘা জমিতে ৭০-৭২ লাখ টাকা খরচ করে হাইড্রোফনিক পদ্ধতিতে সবজি উৎপাদন শুরু করেন। ফ্লোরিডা হর্টিকালচার বিভাগের শিক্ষক থলি ব্যারীর পরামর্শে ছয় বন্ধু কাজ শুরু করেন। এই পদ্ধতিতে আল আমিনসহ ছয় বন্ধু মিলে অক্লান্ত প্রচেষ্টায় সবজির পুষ্টিগুণ বজায় রাখার লক্ষ্যে মাটিবিহীন সবজি চাষে কাজ করছেন। আর এই এতেই সাফলতার দেখা পান তারা।

আল আমিন বলেন, আমরা ছয় বন্ধু মিলে লেটুস পাতা লাগিয়েছিলাম। একটি ২০ ফিট লম্বা ও ৬ ফিট প্রস্থের স্ট্যান্ডে ৪০০টি গাছ লাগানো হয়েছে। এতে খরচ হয় ৩৮০-৩৯০ টাকা। আর প্রতি কেজি লেটুস পাতা বিক্রি করা হবে ৬২০ টাকা।

ঠাকুরগাঁও জেলার কৃষি কর্মকর্তা, ইমরুল কায়েস জানান, কম জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য এটি একটি অভিনব পদ্ধতি। ঠাকুরগাঁওয়ের আল আমিনের নেতৃত্বে ছয় বন্ধুরা যে কাজ করছে যা সত্যিই প্রশংসার যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }