২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > সরিষার পাতা ঝলসানো রোগ দমনে করণীয়

সরিষার পাতা ঝলসানো রোগ দমনে করণীয়

সরিষা চাষে কৃষকদের বড় শত্রু হয়ে দেখা দেয় পাতা ঝলসানো রোগ।  এতে করে সরিষার ফলন কম হয়। তাই সরিষার পাতা ঝলসানো রোগসহ বিভিন্ন রোগ দমন ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানতে হবে।

চলুন জেনে নেওয়া যাক যেভাবে সরিষার পাতা ঝলসানো রোগ দমন করবেন:

সরিষার পাতা ঝলসানো রোগ:
রোগের কারণ: ছত্রাকের কারণে সরিষা পাতার ঝলসানো রোগ হয়।

লক্ষণ: প্রাথমিক অবস্থায় সরিষা গাছের নীচে বয়স্ক পাতায় এ রোগের লক্ষণ পরিলক্ষিত হয়। পরবর্তীতে এ ছত্রাকের আক্রমণে গাছের পাতা, কান্ড ও ফলে চক্রাকার কালচে দাগের সৃষ্টি হয়। আক্রমণের মাত্রা বেশি হলে পাতা ঝলসে যায়। ফলে সরিষার ফলন খুব কমে যায়।

রোগ দমন ব্যবস্থাপনা:
১. রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের সরিষার চাষ করতে হবে। ধলি, দৌলত, বারি সরিষা-৭, বারি সরিষা-৮ ইত্যাদি জাত কিছুটা পাতা ঝলসানো রোগ সহনশীল।
২. রোগমুক্ত বীজ বপন করতে হবে।

. বীজ বপনের আগে ভিটাভেক্স-২০০ দিয়ে (২-৩ গ্রাম ছত্রাকনাশক/কেজি বীজ) বীজ শোধন করে বপন করতে হবে।
৪. এ রোগ দেখা দেওয়ার সাথে সাথে রোভরাল-৫০ ডব্লিউপি বা ডাইথেন এম-৪৫, ০.২% হারে (প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম) পানিতে মিশিয়ে ২০-১২ দিন পরপর ৩-৪ বার সেপ্র করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }