২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > রাবিতে কৃষি জার্নালের মোড়ক উন্মোচন

রাবিতে কৃষি জার্নালের মোড়ক উন্মোচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের প্রথম জার্নাল ‘বাংলাদেশ জার্নাল অব এগ্রিকালচার এন্ড লাইফ সাইন্স’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় কৃষি অনুষদ ভবনে জার্নালটির মোড়ক উন্মোচন করেন অনুষদটির অধিকর্তা ড. সালেহা জেসমিন।

অনুষ্ঠানে ড. সালেহা জানান, জার্নালটিতে কৃষি গবেষণা ছাড়াও জিববিজ্ঞান ও প্রাণ-রাসায়ন গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হবে। জার্নালটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে।

এছাড়া, ২০০০ সালে প্রতিষ্ঠিত অনুষদটির জার্নাল বছরে দুইবার প্রকাশিত হবে বলেও জানান তিনি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদের বিভাগীয় সভাপতিমন্ডলি, জার্নালটির সম্পাদকীয় পরিষদ ও শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }