রাজশাহী-ঢাকা রুটে যাত্রা শুরু করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন।
শুক্রবার (৫ জুন) বিকেল ৬টার দিকে রাজশাহী স্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ট্রেন উদ্বোধনকালে রাজশাহী রেলওয়ে কর্মকর্তারাসহ জেলা প্রশাসক হামিদুল হক উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে উদ্বোধনের পর ১২ মিনিট বিলম্বে ৬টা ২ মিনিটে আম নিয়ে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে।
প্রথম দিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় সাড়ে ১০ টন ১৫ কেজি আম বুকিং হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১ টন ও রাজশাহীর ৯ টন ১৫ কেজি।
রাজশাহীর ৯ টন ১৫ কেজির মধ্যে কাকনহাট স্টেশনের ৪০০ কেজি, রাজশাহী স্টেশনের ২ হাজার ৬৯৫ কেজি, সারদা স্টেশনের ৫০০ কেজি ও আড়ানি স্টেশনের সাড়ে ১ হাজার ১১০ কেজি ও আব্দুলপুর স্টেশনের ৪ হাজার ৩১০ কেজি।
বিকেল ৫টা ৫০ মিনিটে ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।