১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল

প্রচ্ছদ > মো. আহমেদ আলী বর্ষাকালে শীতের সবজি লাউ চাষ করে সফল

মো. আহমেদ আলী বর্ষাকালে শীতের সবজি লাউ চাষ করে সফল

শীতের সবজি লাউ বর্ষাকালে চাষ করে সফল মো. আহমেদ আলী। তিনি শুধু লাউ না পাশাপাশি অন্যান্য সবজি চাষ করেও সফল হয়েছেন। আপনিও কিন্তু পারেন তার মতো করে সবজি চাষে মনোযোগী হতে।

শীতের সবজি লাউ বর্ষাকালে চাষ করে সফল মো. আহমেদ আলী
মো. আহমেদ আলী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর দ্বিমুড়া গ্রামের একজন দোকানদার। পাশাপাশি তিনি প্রায় ৩ একর জমিতে শিম, লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, টমেটোসহ বিভিন্ন রকম শাক-সবজি চাষ করেন।

জানা যায়, এবার তিনি শায়েস্তাগঞ্জ-মিরপুর সড়কের পাশে আব্দুল্লাপুর নামক স্থানে প্রায় ৯ শতক জমিতে লাউ চাষ করেছেন। শীতের এই সবজি বর্ষাকালে চাষ করে সফল তিনি। তার সেই লাউয়ের মাচায় এখন প্রায় ৭-৮শ লাউ ঝুলছে।

লাল তীর সিড লিমিটেডের বিভাগীয় ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন, ‘নিজের কাজে গিয়েই পরিচয় আহমেদ আলীর সাথে। এরপর তাকে আধুনিক পদ্ধতিতে অল্প পরিশ্রমে বেশি ফলনের কৌশল শিখিয়ে দেই। তিনি এখন ভালো ফলন পাচ্ছেন।’

চাষি আহমেদ আলী বলেন, ‘বেশি পরিমাণে গোবর আর অল্প পরিমাণে সারের সংমিশ্রণেই এমন বাম্পার ফলন হয়েছে। তবে সারাদিন ধৈর্য ধরে পরিচর্যাই এমন ফলনের মূল রহস্য। এ পর্যন্ত ৩শ’র মতো লাউ বিক্রি করেছি। জমিতে আরও ৭-৮শ’ লাউ আছে।’

তিনি বলেন, ‘আরও একটু শিক্ষিত হলে আরও ভালো চাষি হওয়া যেত। তবে বর্তমানে আমি সুখেই আছি। একজন আদর্শ কৃষক হিসেবেই জীবনের শেষদিন পর্যন্ত থাকতে চাই।’

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সজল দেব বলেন, ‘তিনি সত্যিই একজন আদর্শ কৃষক। লাল তীরের সহযোগিতায় ডায়না জাতের লাউ চাষ করে সফলতা পেয়েছেন। আমরা সবজি উৎপাদনে তাকে সর্বাত্মক সহযোগিতা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *