২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > মুজিববর্ষে রোপন করা হবে এক লাখ ফলদ বৃক্ষের চারা জামালপুরে

মুজিববর্ষে রোপন করা হবে এক লাখ ফলদ বৃক্ষের চারা জামালপুরে

মুজিববর্ষ উপলক্ষে জামালপুরে এক লাখ ফলদ বৃক্ষের চারা রোপনের কর্মসূচী হাতে নিয়েছে জামালপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলদ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচী উদ্বোধন করা হয়।জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফলাদ বৃক্ষের বাগানে চারা রোপনের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্ম এনামুল হক কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মো: ইবনুল আবেদীন প্রমুখ।

জেলা প্রশাসক জানান, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন সরকারি অফিসের পরিত্যক্ত ও খালি জায়গাগুলো খুজে বের করে সেখানে ফলদ বৃক্ষের চারা রোপন করা হবে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে এক লাখ বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষের চারা রোপন করা হবে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফলদ বৃক্ষের বাগানে আম, লিচু, কুল, পেয়ারা, মাল্টাসহ বিভিন্ন প্রজাতির ৫৬টি ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }