২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > ভাসমান বেডে সবজি চাষে সফল শাহজাদা

ভাসমান বেডে সবজি চাষে সফল শাহজাদা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চত্রা গ্রামের কৃষক মো. শাহাজাদা জলাবদ্ধ জমিতে প্রথমবারের মতো ভাসমান বেডে সবজি চাষ করে সফলতা পেয়েছেন। ইতোপূর্বে এ উপজেলায় এভাবে বিশেষ পদ্ধতিতে সবজি চাষ হয়নি। সরেজমিন দেখা যায়, বাড়ির পাশের জমিতে পানি টইটুম্বর। এ বছর তিনি জলমগ্ন জমিতে কলাগাছের ভেলা তৈরি করে তার ওপর কচুরিপানা স্তূপ দিয়ে বেড সাজিয়ে উন্নত পদ্ধতিতে লাউ, ঝিঙে, বরবটি, লালশাক, ডাটাশাকসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে সফলতা পেয়েছেন। তাকে দেখে স্থানীয় আশপাশের অনেক কৃষক ভাসমান বেডে সবজি চাষে উৎসাহিত হচ্ছেন। কৃষক মো. শাহাজাদা জানান, মির্জাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহযোগিতায় এ বছর জলাবদ্ধ জমিতে কলাগাছের ভেলা ও কচুরিপানার সমন্বয়ে ১৮টি ভাসমান বেড তৈরি করে সবজি চাষ করেছেন। পানির ওপর ৩০ হাত লম্বা ও ৪ হাত চওড়া কলাগাছের ভেলায় ৩ হাত উঁচু করে কচুরিপানা স্তরে স্তরে সাজিয়ে ভাসমান বেড তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, এ বেড থেকে ইতোমধ্যে ৬০ হাজার টাকার লালশাক, ডাটাশাক, বরবটি ও শসা বিক্রি করেছেন। এ প্রদর্শনী তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় অর্ধ লাখ টাকা। ভাসমান বেড পদ্ধতিতে সবজি চাষ করায় সমতল জমি থেকে উৎপাদিত ফসলের চেয়ে কয়েক গুণ লাভ হবে বলে তিনি জানান। পরে তিনি এই পদ্ধতিতেই বর্ষা মৌসুমি সবজি চাষ করবেন এবং অন্য কৃষকদের এই পদ্ধতিতে চাষে উৎসাহিত করবেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরাফাত হোসেন বলেন, ভাসমান বেডে সবজি চাষ একটি লাভজনক প্রযুক্তি। নিচু এলাকায় খাল ও বিলে বর্ষা মৌসুমে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রায় ছয় মাস সাধারণত জলমগ্ন ও পতিত থাকে। জলমগ্ন পতিত জমিতে ফসল চাষ করা সম্ভব না হওয়ায় এ পদ্ধতি ব্যবহার করা হয়। এটি পরিবেশবান্ধব ও জৈব পদ্ধতি। এ পদ্ধতিতে খুব কম সার ও বালাইনাশক ব্যবহার করে সবজি উৎপাদন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }