২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > বরিশালে ননীফল

বরিশালে ননীফল

বরিশালের গৌরনদীতে ব্যাথা নাশক ননী ফল চাষ করে সাড়া ফেলেছেন হাবিুর রহমান। হারবাল ঔষুধ তৈরীর জন্য এই ফল আমদানি করতে হয় বলে এক কেজি ননী ফলের দাম পড়ে ২০ থেকে ২২ হাজার টাকা । তার ফলের ব্যাপক চাহিদা সৃষ্টি হওয়ায় বানিজ্যিকভাবে ফল এবং চারা বিক্রির পরিকল্পনা করছেন তিনি।

হাবিবুর রহমান এক দুর্ঘটনায় পায়ে আঘাত পান। বহু চিকিৎসা শেষে কবিরাজের দ্বারস্থ হন তিনি। সেই কবিরাজের কাছ থেকে ননী ফলের ঔষুধী গুন জেনে মালয়েশিয়া থেকে বন্ধুর মাধ্যমে ফল সংগ্রহ করেন। ফলের জুস পান করে উপকার পেয়ে এখন ব্যবসা করার পরিকল্পনা করছেন।

পাকা ফলের বীজ থেকে ৪৩টি চারা করেছিলেন তিনি। বেঁচেছে ১২টি। ফল এসেছে ৬/৭টি গাছে। ১০০ থেকে ১৫০ গ্রাম ওজনের এসব ফল তিনি ১২ হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। আর প্রতিটি চারা বিক্রি করেন দুই হাজার টাকায়।

বাড়ীতেই বসেই এত দামি ফল নিমিষেই বিক্রি হয়ে যায়। কুরিয়ারেও দেশের বিভিন্নস্থানে ফল পাঠান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }