২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > ফুলবাড়ীতে আমন ক্ষেতে পোকাদমনে উপজেলা কৃষি কর্মকর্তার উঠান বৈঠক

ফুলবাড়ীতে আমন ক্ষেতে পোকাদমনে উপজেলা কৃষি কর্মকর্তার উঠান বৈঠক

দিনাজপুরের ফুলবাড়ীতে আমন ক্ষেতের ব্লাষ্টার রোগ ও পোকা দমনে করনীয় বিষয়ে কৃষকদের সাথে উঠান বৈঠক করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার। রোববার বেলা ১২ টায় পৌর এলাকার বারকোনা গ্রামে এই উঠান বৈঠক করেন।

উঠান বৈঠকে আমন ক্ষেতে ব্লাষ্টার রোগ ও পোকা দমনে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলওয়ার হোসেন। এসময বারকোনা গ্রামের কৃষক সাবেক পৌর কমিশনার মোজাম্মেল হক মুকুল, প্রান্তিক চাষি আফাজ উদ্দিন মন্ডল, রহমত আলী, ধান চাষি বুলবুলি বেগম ও কাটাবাড়ী গ্রামের ধান চাষি হিরু বর্ম্মনসহ বারকোনা গ্রামের বিভিন্ন বয়সের কৃষকগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, ক্ষেতের রোগ নির্নয় করে ও সঠিক পদ্ধতিতে ঔষুধ ও কীটনাশক ক্ষেতে প্রয়োগ না করায় ক্ষেতে রোগ ও পোকা আক্রমনের ঘটনা ঘটে। এই জন্য তিনি উপজেলা সর্বত্রই উঠান বৈঠকের মাঠমে কৃষদের সাথে মতবিনিময় করে সঠিক পদ্ধতি ও রোগ নির্নয়ের মাধ্যমে ঔষুধ ও কীটনাশক প্রয়োগ করে আমন ধানের বাম্মার ফলন নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }