২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > পান চাষে পাল্টে গেছে জীবন : বাদল মোল্লার

পান চাষে পাল্টে গেছে জীবন : বাদল মোল্লার

দেশের বিভিন্ন অঞ্চলের মতোই মাগুরা জেলায় পান চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন বাদল মোল্লা। পান চাষে পাল্টে গেছে বাদল মোল্লার জীবন। তিনি ৭৫ শতাংশ জমিতে পান চাষ করেছেন। পান চাষ করতে তার সর্বমোট খরচ হয়েছে ৪ লাখ টাকা। এরই মধ্যে তিনি ৫ লাখ টাকার পান বিক্রি করেছেন। এখনো গাছে যে পান রয়েছে তাতে আরও ৭-৮ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

তিন সন্তানের জনক বাদল মোল্লা। এই জমিটুকু ছিল তার শেষ সম্বল। কৃষক ঘরের সন্তান তাই প্রথম দিকে তিনি এই জমিতে ধান পাট আবাদ করতো তাতে যা হতো কোন রকম সংসার চলত। এভাবে কেটে যায় বেশ কয়েকটি বছর। এরপর তার নিকট আত্মীয়ের পরামর্শ অনুযায়ী তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পানের চাষ শুরু করেন।

বাদল মোল্লা বলেন, বর্তমানে পান চাষ করে সফলতার মুখ দেখেছি। পানের বাজার দর ভালো ৮০টা পানে এক পোন হয়, বাজারে এর দাম ১৮০-২০০ টাকা পর্যন্ত। এখান থেকে পান তোলা যায় ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে ও তার পান বিক্রি হয়। অনেক সময় ব্যবসায়ীরা অন্যান্য জেলা থেকে আমার পানের বরজে এসে পান কিনে নিয়ে যায়। পরে সেগুলকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }