২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > পদ্মায় ইলিশ ধরায় ১৬ জেলের কারাদণ্ড, মা ইলিশ উদ্ধার

পদ্মায় ইলিশ ধরায় ১৬ জেলের কারাদণ্ড, মা ইলিশ উদ্ধার

সরকারি নির্দেশ অমান্য করে পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকার ও বহনের দায়ে ১৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২০) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী ভ্রাম্যমাণ আদালত গঠন করে আটক ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

শনিবার দিনভর অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ৪০ হাজার মিটার জাল ও ১৫ কেজি মা ইলিশ। পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালায়। পদ্মা নদীর সাতবাড়িয়া, মানিকহাট ও নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী জানান, জব্দকৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম জানান, এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }