পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলনেও লোকসানের আশঙ্কা চাষিদের

চলতি মৌসুমে পঞ্চগড় জেলায় মরিচের বাম্পার ফলন হয়েছে। এবারের মৌসুমে আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় মরিচ চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন। তবে লকডাউনের কারণে মরিচের বাজারমূল্য নিয়ে আশঙ্কায় চাষিরা।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় এবার প্রায় ১১ হাজার হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। প্রায় ৩০ হাজার মেট্রিক টন মরিচ উৎপাদন হবে বলে আশা করছে তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মরিচ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এখানকার উর্বর মাটির কারণে চরের জমিতে মরিচের ফলন ভালো হয়। এসব মরিচ গুনে মানে স্বাদেও অতুলনীয়। সারাদেশেই এই জেলার মরিচের চাহিদা রয়েছে আলাদা বলেও জানিয়েছেন তারা।

কৃষক সাজ্জাদ হোসেন বলেন, এখানকার আবহাওয়া ও মাটি মরিচ চাষের উপযোগী তাই বেশির ভাগ মানুষই মরিচ চাষ করে ভাগ্য বদলের চেষ্টা করেন। এ বছর প্রায় সাড়ে ৫ বিঘা জমিতে দেশীয় ও হাইব্রিড জাতের মরিচ চাষ করেছি। কিন্তু লকডাউনের কারণে পাইকাররা দাম কমিয়ে দিয়েছে। এতে করে লোকসানের আশংকা করছেন বলেও তিনি জানান।

আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...