ধানের দাম মণপ্রতি ২০০ টাকা পর্যন্ত বেড়েছে

নওগাঁর হাটগুলোতে সপ্তাহের ব্যবধানে  প্রতিমণ ধানের দাম বেড়েছে ২০০ টাকা। মৌসুমের শুরুতেই ধানের দাম বাড়াতে খুশি কৃষকরা। কৃষকরা বলছেন, দাম বাড়লে আমাদের কিছুটা লাভ হবে।

নওগাঁ স্পেশাল অ্যাগ্রোর পরিচালক নৃপেণ মজুমদার বলেন, অভ্যন্তরীণ বাজার থেকে সরকার ২৮ টাকা কেজিতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ঘোষণা দিলেও হাটে ৩৪-৩৫ টাকা দরে ধান বিক্রি হচ্ছে। সরকারের থেকে হাটে ধানের দাম বেশি।

প্রতিদিন ভোরে চাষিরা বিক্রির জন্য ধান হাটে নিয়ে আসেন। গত সপ্তাহে নওগাঁর মহাদেবপুরে ধানের সরবরাহ বেড়েছে। হাটে ব্যাপারীদের আনাগোনোও বেড়েছে। ব্যাপারীরা সব ধরনের ধান ১৮০-২০০ টাকা বেশি দরে কিনে নিচ্ছেন। হাটে স্বর্ণা-৫ ১৩২০ টাকা, নাজিরশাইল ১৭০০, কাটারিভোগ ১৬৫০, গোল্ডেন আতপ ১৯০০, সুগন্ধি-৯০ ২০০০ টাকা মণ দরে বেচাকেনা হচ্ছে। এতে হাটে আসা চাষিরা ধানের দাম বেশি পেয়ে খুশি।

জেলার খাদ্য কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে জেলায় ব্যবসায়ীদের কাছ থেকে ৪২ টাকা কেজিতে ২২ হাজার মেট্রিক টন চাল ও ২৮ টাকা কেজিতে কৃষকের কাছ থেকে সাড়ে ১১ হাজার মেট্রিক টন ধান কিনবে খাদ্য বিভাগ।

গত মৌসুমে ২৬ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা থাকলেও এই জেলায় ১ হাজার ৭০০ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছিল। হাটে বাড়তি দরে ধান বিক্রি হওয়ায় অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের শঙ্কায় রয়েছে খাদ্য বিভাগ।

আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...