২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > দুই শতাধিক আমগাছ কাটলো দুর্বৃত্তরা সাপাহারে

দুই শতাধিক আমগাছ কাটলো দুর্বৃত্তরা সাপাহারে

রাতের অন্ধকারে ২১৩টি আমগাছ কাটলো দুর্বৃত্তরা নওগাঁর সাপাহারে । এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাগান মালিক আব্দুল খালেক।

এলাকাবাসী সুত্রে জানা গেছে উপজেলার আইহাই ইউনিয়নের শুকরইল গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে আব্দুল খালেক স্থানীয় “জুমাপুকুর” মাঠে সাড়ে ৭ বিঘা জমি লিজ নিয়ে সেখানে আম বাগান তৈরী করেন।তিনি প্রতিদিনের ন্যায় গত সোমবার (২৬ অক্টোবর ২০২০) সকাল ১০ টার দিকে বাগান দেখতে যান। বাগানে গিয়ে দেখেন কে বা কারা তার বাগানের ৪ মাস বয়সী মোট ২১৩টি আম গাছ কেটে ফেলে রেখে গেছে। এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি সাধন হয়েছে।

স্থানীয় থানায় লিখিত ভাবে অভিযোগ করলে ওই দিন বিকেল ৫টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আল মাহমুদ জানান, বিষয়টির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সাপাহারে দুই শতাধিক আমগাছ কাটলো দুর্বৃত্তরা। এর আগে প্রায় ২ মাস আগে আব্দুল খালেকের রতন ডাঙ্গা মাঠের আম বাগানে কয়েক দফায় ৪ বছর বয়সের প্রায় ৩২টি আম গাছ অজ্ঞাত নামা দুর্বৃত্তরা কেটে ফেলে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }