২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,বর্ষাকাল
E-krishi-logo

প্রচ্ছদ > চরাঞ্চলের সবজির বাম্পার ফলন চাঁদপুরের

চরাঞ্চলের সবজির বাম্পার ফলন চাঁদপুরের

সবজির বাম্পার ফলন পেয়েছেন  চাঁদপুরের চরাঞ্চলের চাষিরা। চরের জমি ও আবহাওয়া সবজি চাষের উপযোগী হওয়ায় বেশ ভালো ফলন পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। চাঁদপুর সদরের মেঘনা নদীর চরের বাসিন্দারা তাদের বাড়ির আশপাশের জমিগুলোতে ব্যাপকহারে সবজির চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তারা বেশ খুশি।

জানা যায়, দেশের স্থানের মতোই চরের বাসিন্দারা সবজি চাষে পিছিয়ে নেই। চাঁদপুরের চরের বাসিন্দারা তাদের বাড়ির আশপাশের জমিতে শীতকালীন বিভিন্ন সবজির চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় এসব সবজির ফলনও বেশ ভালো হয়েছে। আগামীতে এসব চরে সবজির চাষ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

চরের সবজি চাষি রোকসানা আক্তার বলেন, চরের জমিতে সবজি চাষ করতে বাজার থেকে সার কিনে আনতে হয় না। বাড়িতে পালন করা গরুর গোবর ও বাড়ির ঘরের চালেই কুমড়া, শিম ও লাউ গাছ লাগানো যায়। এতে তেমন কোন পরিশ্রম করতে হয় না।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী জানান, চরের কৃষকরা তেমন প্রশিক্ষণের সুযোগ না পেলেও সবজির চাষ করে বেশ ভালো সাফল্য পেয়েছেন। কৃষি অফিসের সহায়তায় এখন অনেকেই সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

body { font-family: ‘SolaimanLipi’, Arial, sans-serif !important; }