২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল

প্রচ্ছদ > কলা চাষে আগ্রহী হচ্ছেন মিরসরাইয়ে চাষিরা

কলা চাষে আগ্রহী হচ্ছেন মিরসরাইয়ে চাষিরা

স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় কলা চাষে ঝুঁকছেন চাষিরা। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার অনাবাদি জমিতে বেড়েছে কলা চাষ।  কলার ফলন ও বাজার দর ভালো হওয়ায় হাসি ফুটছে চাষিদের মুখে।

মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় ১২৫ একর জমিতে কলা চাষ হয়েছে। সবচেয়ে বেশি চাষ হয়েছে করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায়।

কলাচাষি খোরশেদ আলম মিন্টু বলেন, ৩ বছর আগে ৪০ শতক জায়গায় ৪৩০টি কলা চারা রোপণ করার মাধ্যমে কলা চাষ শুরু করেছি। ১ বছর পর গাছে ফলন আসে। এ পর্যন্ত ৮০ হাজার টাকার কলা বিক্রি করেছি। আরও বিক্রি করতে পারবো বলে আশা করি।

আরেক কলাচাষি সোহেল নামে বলেন, ৩ বছর আগে ২৪ শতক জমিতে কলাচাষ শুরু করি। এর আগে জমিগুলো অনাবাদি পড়ে থাকত। একেবারে খালি পড়ে থাকার চেয়ে কলাচাষ করে যা আয় হচ্ছে তা অনেক ভালো।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, এই উপজেলায় ১২৫ একর জমিতে কলাচাষ হয়। এছাড়া পাহাড়ি এলাকায়ও কলাচাষ হচ্ছে। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া দুটোই কলাচাষের জন্য বেশ উপযুক্ত। কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এ বছর কলার ভালো ফলন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *