১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল
E-krishi-logo

প্রচ্ছদ > লিচু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের ব্রাহ্মণবাড়িয়ায়

লিচু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ায় অন্যান্য ফলের তুলনায় লিচুতে লাভ বেশি হওয়ায় চাষিদের মধ্যে এমন আগ্রহ দেখা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় লিচু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে।

জানা যায়, ২০০১ থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয়। সীমান্তের তিন উপজেলার মধ্যে বিজয়নগরেই চাষের পরিমাণ সবচেয়ে বেশি। চলতি মৌসুমে অন্তত ৫১০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে।

উৎপাদিত লিচুর মধ্যে পাটনাই, চায়না-৩ ও বোম্বাই উল্লেখযোগ্য। চলতি মৌসুমে জেলায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকার লিচু উৎপাদিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে পাটনাই জাতের লিচু সংগ্রহ শুরু হয়েছে। গুনগত মান ভালো ও বিষমুক্ত হওয়ায় এখানকার লিচুর চাহিদা দিন দিন বাড়ছে। প্রতি হাজার লিচু বাগান থেকে প্রকারভেদে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে খরার কারনে লিচুর আকার ছোট হওয়ায় আশানুরূপ দাম পাচ্ছেনা কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *