লকডাউনে নরসিংদীর সবজি চাষিরা লোকসানে

Ads

লকডাউনে লোকসানে পড়েছেন নরসিংদীর সবজি চাষিরা। দেশে করোনা ভাইরাস চলাকালীন সময়ে বাজারে সবজির দাম কমে যাওয়ার ফলে বিপাকে পড়েছেন এ জেলার কৃষকরা।

জানা যায়, এ জেলার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতে পাঠানো হয়ে থাকে। লকডাউনের কারণে এবং যানবাহন চলাচল সীমিত হওয়ায় নরসিংদী থেকে সবজি এখন বিভিন্ন জেলায় সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয় বাজারে এর চাহিদা কমে যাওয়ায় এখন বেচা-কেনা হচ্ছে অনেক কম দামে। লকডাউনে মধ্যসত্বভোগীরা আরও কম দামে সবজি বিক্রি করতে বাধ্য করছে স্থানীয় কৃষকদের।

কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, আগে প্রতিদিন নরসিংদী জেলার বিভিন্ন হাটবাজার থেকে শত শত ট্রাকযোগে সবজি সরবরাহ হত। কিন্তু লকডাউনের কারণে এখন ক্রেতা সাধারণরা সবজি নিতে আসছে না। ফলে পাইকারি সবজি বাজার এখন ক্রেতাশূন্য হয়ে পড়েছে। বাধ্য হয়েই কৃষকরা কম দামে স্থানীয় বাজারে সবজি বিক্রি করছে।

আরেক কৃষক মিলন মিয়া জানান কৃষকদের প্রনোদনা না দিলে আগামীতে কেউ সবজি চাষ করতে পারবে না। এ বছর যারা সবজি চাষ করেছে প্রত্যেক কৃষকই লোকসান করেছেন।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...