বৃদ্ধি পাচ্ছে চুক্তিভিত্তিক টমেটো চাষ রাজশাহীতে। রাজশাহীর গোদাগাড়ীতে দিন দিন চুক্তিভিত্তিক টমেটোর চাষ বেড়েই চলেছে। দেশে সবচেয়ে বেশি টমেটো উৎপাদন হয় রাজশাহীর এই উপজেলায়। প্রায় দুই দশক ধরে গোদাগাড়ী সদর ও পদ্মার চরে টমেটোর চাষ হচ্ছে। ফলন ভালো হওয়ার কারণে এখানকার কৃষকরা লাভবান হচ্ছেন।
জানা যায়, এ উপজেলার উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। সারা দেশে এখানকার উৎপাদিত টমেটোর বেশ ভালো চাহিদা রয়েছে। দূর-দুরান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখানকার টমেটো কিনে নিয়ে যায়।
গোদাগাড়ী উপজেলার উৎপাদিত টমেটো এখন আমাদের জাতীয় অর্থনীতিতে বেশ অবদান রাখছেন। রাজশাহীতে শীত মৌসুমে টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ থাকে সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে কেবল গোদাগাড়ী উপজেলাতেই ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে টমেটো চাষ।