১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল
E-krishi-logo

প্রচ্ছদ > বাংলাদেশে কৃষিযন্ত্রের কারখানা নির্মাণ করতে চায় ভারত

বাংলাদেশে কৃষিযন্ত্রের কারখানা নির্মাণ করতে চায় ভারত

কৃষিপণ্যের প্রক্রিয়া ও বাজারজাতে বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত। এ লক্ষ্যে ভারতের প্রস্তাব, বাংলাদেশের মাটিতে মাহিন্দ্রাসহ অন্যান্য কৃষিযন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের কারখানা তৈরি করে বিনিয়োগ করতে পারে। কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে দেখা করে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে. দোরাইস্বামী।

বুধবার (২১ অক্টোবর) সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম কে. দোরাইস্বামী। সে সময় তিনি বাংলাদেশের কৃষি উন্নয়নে তার দেশের প্রত্যাশার কথা জানান। তুলে ধরেন কিছু পরিকল্পনার কথাও।

তাদের সাক্ষাতে দুদেশের কৃষি, কৃষিযন্ত্রপাতি, কৃষিপ্রসেসিং, বীজ প্রযুক্তি এবং ডেইরি প্রসেসিং নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির বিষয়ে রাষ্ট্রদূত বিক্রম কে. দোরাইস্বামী বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে পেঁয়াজের ঘাটতি ও দাম বেড়ে যাওয়ায় তার দেশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আনে। আবহাওয়ার উন্নতি হলে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, সম্প্রতি সরকার প্রায় ৩ হাজার কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প গ্রহণ করেছে। এক্ষেত্রে ভারতের কৃষিযন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে।

বিজ্ঞানীদের প্রশিক্ষণ, বীজ প্রযুক্তি, বিটি কটন, ভুট্টা, কাজুবাদামসহ উন্নতজাতের জাত ও চারা সরবরাহ, দুগ্ধ প্রসেসিং, এগ্রো প্রসেসিং ও কৃষি যান্ত্রিকীকরণে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেন কৃষিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *