বগুড়ার কৃষকরা ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফল ও ফসলের চাষ করলেও কৃষক চাঁন মিয়া চাষ করেছেন ড্রাগন। বগুড়ায় ড্রাগন চাষ করে লাখপতি হয়েছেন চাঁন মিয়া। প্রথমবার পরীক্ষামূলকভাবে বিদেশি এই ফলের চাষ করেই লাখের অধিক টাকা লাভ করেছেন তিনি। সফল হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে ড্রাগনের চাষ করবেন বলেও জানান তিনি।
কৃষক চাঁন মিয়া বলেন, ২০১৭ সালের নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে ১০ শতাংশ জমিতে ড্রাগন ফল চাষ শুরু করি। চারা রোপণের এক বছর তিন মাসের মাথায় গাছে ফল আসতে শুরু করে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খাওয়ানোর পরেও বিক্রি করে প্রায় এক লাখ টাকার বেশি লাভ পেয়েছি।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ড্রাগনের চাষপদ্ধতি জেনে নিচ্ছেন। পাঁচ ফুট উচ্চতার খুঁটিতে পেঁচিয়ে উঠেছে ড্রাগন ফলের গাছ। শখের বসে ড্রাগন চাষ করতে চাচ্ছেন যারা তিনি তাদের চারা সরবরাহ করছেন।
উপজেলার কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী বলেন, কৃষি বিভাগের পক্ষে থেকে তাকে সকল ধরণের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি সফল হওয়ায় অনেক বেকার যুবক আগ্রহী হবেন।