১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল
E-krishi-logo

প্রচ্ছদ > প্রবাসী জিন্নাত আলীর সাফল্য বিলাতী ধনে পাতা চাষে নারায়ণগঞ্জে

প্রবাসী জিন্নাত আলীর সাফল্য বিলাতী ধনে পাতা চাষে নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জে বিলাতী ধনে পাতা চাষে প্রবাসী জিন্নাত আলীর সাফল্য এসেছে। তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার দাউদপুর কাজিরটেক গ্রামের বাসিন্দা। করোনায় দেশে এসে আটকে যাওয়া মালেশিয়া ফেরত প্রবাসী জিন্নাত আলীর আয়ের অবলম্বন এখন বিলাতী ধনে পাতা। মাত্র ১ বিঘা জমিতে বিলাতী ধনে পাতা বিক্রি করেই এখন তার সংসার চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বাচল শহরে তাদের ঘর বাড়ি উচ্ছেদ করায় উপজেলার দাউদপুরের কাজিরটেক এলাকায় মাত্র ১৮ শতক জমিতে বসত ঘর গড়ে তুলেন। সেখানেই পরিবার পরিজন নিয়ে তারা বসবাস করেন। কিন্তু চাষাবাদের জমি না থাকায় পাশের জমি মালিক থেকে ১ বিঘা জমি বর্গা নেন। সেখানে বিলাতী ধনে পাতার চাষ শুরু করেন। এখন প্রতিদিন স্থানীয় হাটে ৫-৬ কেজির অধিক ধনে পাতা বিক্রি করতে পারেন তিনি।

প্রবাসী জিন্নাত আলী বলেন, বেলে ও দোঁ-আশ মাটিসহ সব রকম পরিবেশে অনেকটা অযত্নেই বেড়ে ওঠে এ ধনে পাতা। অথচ লাভজনক এ কৃষিপন্য চাষাবাদে অনেকেই আগ্রহী নয়। আমি ভাবছি জমি পেলে বাণিজ্যিকভাবে এই ধনে পাতার চাষ করবো। যদি নিজের জমিতে চাষাবাদ করতাম তাহলে আরও বেশি লাভ করতে পারতাম।

উপজেলার কৃষি অফিসার ফাতেহা নুর জানান, আমাদের দেশে এ জাতের ধনিয়া পাতার বেশ ভালো চাহিদা রয়েছে। আমরা এ ধরণের মশলাজাতীয় উপাদানের চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ দিচ্ছি। কৃষকরা এ ধরণের চাষাবাদে কোন ধরণের সহায়তা চাইলে আমরা তাদের সহযোগিতা প্রদান করবো। এছাড়াও আদা, হলুদ, কচু চাষাবাদেও কৃষকরা লাভবান হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *