১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল
E-krishi-logo

প্রচ্ছদ > পেঁয়াজের কেজি ৬০ টাকা, দামের ঊর্ধ্বগতিতে নাকাল ক্রেতারা

পেঁয়াজের কেজি ৬০ টাকা, দামের ঊর্ধ্বগতিতে নাকাল ক্রেতারা

পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকার পরও রাজধানীসহ সারাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহ আগের ৪০ টাকার পেঁয়াজ এখন খুচরা বাজারে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ পেঁয়াজের দামের এমন ঊর্ধ্বগতিতে নাকাল দেশের সাধারণ ক্রেতারা।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, এ বছর দেশে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। এছাড়াও বিভিন্ন আড়ত ও ব্যবসায়ীদের কাছে ভারতীয় পেঁয়াজের মজুত আছে। কিন্তু তারপরও দাম বৃদ্ধি করছে একটি অসাধু সিন্ডিকেট। যাদের হাতে জিম্মি হয়ে পড়েছেন অসহায় ক্রেতারা।

রাজধানীর পেঁয়াজ ব্যবসায়ী হারুন জানান, কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার ওঠানামা করছে। গত মঙ্গলবার এ বাজার থেকে ৪২-৪৩ টাকা দরে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হয়েছে। অথচ আজ তাকে ৪৮-৫০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।

নাখালপাড়ায় পেঁয়াজ কিনতে আসা গার্মেন্টস কর্মী মিনু বলেন, এ বছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, বাজারে সরবরাহ পরিস্থিতিও ভালো। তারপরও দাম বৃদ্ধির কারণে তিনি হতাশ। ব্যবসায়ীরা পেঁয়াজ গুদামজাত করে বাজারকে অস্থির করতে চায় বলে তার অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *