কুমিল্লায় পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। জেলার দেবিদ্বার উপজেলায় আগে পাটের ব্যাপক চাষ হলেও সঠিক দাম না পাওয়ার কারণে এখন পাট চাষে আগ্রহ হরিয়ে ফেলছেন কৃষকরা।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ১২০ হেক্টর জমি। সে জায়গায় দেশি জাতের ৪০ হেক্টর ও তোষা জাতের ৩৪ হেক্টরসহ মোট চাষ হয়েছে ৭৫ হেক্টর জমিতে। এর মাঝে অর্থাৎ এ বছর পাট চাষে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি এবং গত বছরের তুলনায় এবার ২৫ হেক্টর জমিতে পাটের চাষ কম হয়েছে।
কৃষক সুলতান আহমেদ বলেন, এক বিঘা জমিতে পাট চাষ করতে বীজ বপণ থেকে শুরু করে পাটের আঁশ ছড়িয়ে শুকানো পর্যন্ত ১৪-১৫ হাজার টাকা খরচ হয় এবং পাট পচাতে জমির আশপাশে ডোবা না থাকায় ভোগান্তি পেতে হয়। গত বছর পাটের দাম ছিল ১৬০০-১৭০০ টাকা পর্যন্ত।
উপজেলার কৃষি অফিসার সাইদুজ্জামান বলেন, নিচু জমিগুলোতে পানি জমে যাওয়ায় অনেক কৃষক বীজ বপণ করতে পারেননি। কৃষকরা ধান চাষে ব্যাপক লাভবান হওয়ায় পাট চাষ শুধু সবজি চাষ হিসেবে করা হয়। ফলে কৃষকরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।