চলতি মৌসুমে আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় জেলার কলাপাড়া উপজেলার কৃষকরা আগাম জাতের তরমুজ চাষে বেশ ভালো ফলন পেয়েছেন। পটুয়াখালীতে আগাম তরমুজের বাম্পার ফলনে খুশি হয়েছেন স্থানীয় চাষিরা। আর বাজারে তরমুজের দাম ভালো পাওয়ায় লাভবান হয়েছেন চাষিরা।
কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক আগাম তরমুজ চাষে বাম্পার ফলন পেয়েছেন। এরই মধ্যে ক্ষেত থেকে পাকা তরমুজ কেটে বিক্রি শুরু করছেন কৃষকরা। উপজেলার লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে তরমুজের ক্ষেত।
কৃষক মনির হাওলাদার বলেন, তরমুজ ক্ষেতে নিয়মিত সার দেয়া, পরিচর্যার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি। সঠিক নিয়ম মেনে পরিচর্যা করায় ফলনও বেশ ভালো পেয়েছি। আমার পুরো তরমুজের ক্ষেতটি ১৫ লাখ টাকায় বিক্রি করে দিয়েছি।
কলাপাড়ার উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এবার উপজেলায় তিন হাজার হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। ফলন ভালো পাওয়ায় জন্য আমরা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি। আশা করছি এবারও কৃষকরা লাভবান হবেন।