১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল
E-krishi-logo

প্রচ্ছদ > পটলে মাছি পোকা দমনে কার্যকরী উপায়

পটলে মাছি পোকা দমনে কার্যকরী উপায়

পটল চাষে মাছি পোকা বাড়তি সমস্যার কারণ। মাছি পোকার আক্রমনের কারনে পটল ছিদ্র হয়ে যায়। আবার পটল পচে ঝরেও যায়। তাই জেনে নিন পটলে মাছি পোকা দমনে কার্যকরী উপায়।

পোকার নাম পটলের সাদা মাছি পোকা। পোকা খুব ছোট হলুদাভ সাদা, নরম দেহ বিশিষ্ট।

ক্ষতির ধরণ : পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে। চারা গাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা পাতার রস খায়। আক্রান্ত পাতা বিবর্ণ হয়। পাতা কুকড়ে যায়।স্ত্রী মাছি কচি ফলের নিচের দিকে ওভিপজিটর ঢুকিয়ে ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মত তরল পদার্থ বেড়িয়ে আসে যা শুকিয়ে বাদামী রং ধারন করে। ডিম থেকে কীড়া বের হয়ে ফলের শাস খেতে শুরু করে এবং ফল বিকৃত হয়ে যায় এবং হলুদ হয়ে পঁচে ঝরে যায়।

প্রতিকার : জমিতে পড়ে থাকা পচা পটলগুলো সংগ্রহ করে দূরে ফেলার পাশাপাশি জমিকে পরিস্কার রাখতে হবে। ক্ষেতের মাঝে ফেরোমন ফাঁদ স্থাপন করা যেতে পারে। সেজন্য প্রতি ২.৫ শতক জমিতে ১ টি করে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে । এ ছাড়া ডেল্টামেথ্রিন গ্রুপের যে কোন কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি মিশিয়ে সঠিক নিয়মে স্প্রে করলে সুফল পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *