১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল
E-krishi-logo

প্রচ্ছদ > তুলা উৎপাদন বেড়েছে উজবেকিস্তানে

তুলা উৎপাদন বেড়েছে উজবেকিস্তানে

আগের বছরের তুলনায় চলতি বছর শেষে উজবেকিস্তানে তুলার উৎপাদন ৯ শতাংশ বাড়তে পারে বলে দেশটির কৃষি মন্ত্রণালয় সাম্প্রতিক এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে উজবেকিস্তানে সব মিলিয়ে ৩৮ লাখ টন তুলা উৎপাদন হতে পারে। ২০১৯ সালের তুলনায় চলতি বছর দেশটিতে পণ্যটির উৎপাদন বাড়তে পারে ৯ শতাংশ।

মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে চলতি বছর রেকর্ড ১৩ লাখ হেক্টর জমিতে তুলা আবাদ হয়েছে। মূলত এর জের ধরে বছর শেষে দেশটিতে তুলা উৎপাদনে প্রবৃদ্ধি বজায় থাকতে পারে। তবে   এ বিষয়ে ভিন্ন কথা বলছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।

প্রতিষ্ঠানটির ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে চলতি বছর উজবেকিস্তানের তুলা উৎপাদন খাতে মন্দা ভাব বজায় থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০২০ সালে উজবেকিস্তানে সব মিলিয়ে ৩২ লাখ ৫০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হতে পারে। এক বছরের ব্যবধানে দেশটিতে তুলা উৎপাদন কমতে পারে ৭ দশমিক ১৪ শতাংশ।

২০১৯ সালে উজবেকিস্তানে আগের বছরের তুলনায় ৬ দশমিক ৮৭ শতাংশ বেড়ে সব মিলিয়ে ৩৫ লাখ বেল তুলা উৎপাদন হয়েছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইউএসডিএ। এক দশকের মধ্যে ২০১২ সালে দেশটিতে সবচেয়ে বেশি ৪৬ লাখ বেল তুলা উৎপাদন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *