অন্যান্য ফসলের তুলনায় তরমুজ চাষে লাভ বেশি হওয়ায় ফেনীর সোনাগাজী উপজেলার সমুদ্র উপকূলীয় এলাকার চাষিরা তরমুজ চাষে ঝুঁকছেন। ফেনীতে তরমুজ চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো পেয়েছেন তারা।
গত মৌসুমে সোনাগাজী উপজেলায় ১০৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭ হেক্টরে। এখন সোনাগাজী উপজেলার চরছান্দিয়া, চরদরবেশ ও আমিরাবাদ ইউনিয়নে ফসলের মাঠে সব দিগন্তেই নজর কাটছে তরমুজের ক্ষেত। ফলন ভালো আগামীতে আরও বেশি জমিতে তরমুজ চাষের সম্ভাবনা রয়েছে।
তরমুজ চাষি মিয়াধন বলেন, আমি ও আমরা চার ভাই ১০ বছর ধরে সুবর্ণচরে অন্যের জমিতে তরমুজ চাষ করে আসছি। গত মৌসুমে আমি চরদরবেশ এলাকায় তরমুজ চাষ করে ভালো লাভ পেয়েছিলাম। এবার আমার অন্য তিন ভাইকে নিয়ে সোনাগাজীতে তরমুজ চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় ফলনও অনেক ভালো হয়েছে। আশা করছি এবারও লাভবান হতে পারবো।
ফেনীর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, তরমুজ চাষে লাভ বেশি পাওয়ায় কৃষকরা দিন দিন তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরণের সহযোগিতা করে যাচ্ছি।