চাটমোহরে মাচা পদ্ধতিতে সবজি চাষে লাভবান কৃষকরা। পাবনা জেলার চাটমোহরে মাচায় টমেটো, পটল, লাউ, সিম, মিষ্টি কুমড়া, করলা, ধুন্দল, চালকুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, শসাসহ বিভিন্ন সবজির চাষ করে বেশ ভালো ফলন পাচ্ছেনস্থানীয় কৃষকরা। বাজারে এসব সবজির চাহিদা ও দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন তারা।
সবজি চাষি জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা তিন বন্ধু মিলে মাচায় পটল, টমেটো, লাউ, করলা, ধুন্দল চাষ করছি। সোয়া দুই বিঘা জমিতে মাচায় টমেটো চাষে ইতিমধ্যে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। চাষ করা টমেটো এরই মধ্যে পাকতে শুরু করেছে। মাচায় চাষ করলে পচনের হাত থেকে সবজি রক্ষা পায়। ফলে ফলন প্রায় দ্বিগুন হয়।
উপজেলা কৃষি অফিস জানায়, চাটমোহরে চলতি মৌসুমে ১৮৪৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ২০০ হেক্টর জমিতে শিম, ২৫০ হেক্টর জমিতে বেগুন, ১৯৫ হেক্টর জমিতে মূলা, ১৬০ হেক্টর জমিতে ফুল কপি, ১৪৫ হেক্টর জমিতে লাউ, ১১৫ হেক্টর জমিতে পালং শাক, ৯০ হেক্টর জমিতে বাধাকপিসহ অন্যান্য সবজি চাষাবাদ করা হয়েছে।
উপজেলার কৃষি অফিসার মাসুম বিল্লাহ বলেন, মাচায় সবজি চাষে শুরুতেই খরচ একটু বেশি হলে এটি লাভজনক। উঁচু করে মাচা তৈরী করলে মাচার সবজি মাটির সংস্পর্শে আসে না। এর ফলে পোকা-মাকড়, ছত্রাকের আক্রমন কম হয়। আমরা সবজির চাষ বিষয়ে কৃষকদের সকল ধরণের সহযোগিতা করছি।