১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল
E-krishi-logo

প্রচ্ছদ > কুড়িগ্রামে ভর্তুকি মূল্যে ১৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

কুড়িগ্রামে ভর্তুকি মূল্যে ১৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

কুড়িগ্রামে ধান কাটা মারাইয়ের সুবিধার্থে কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে ১৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (০৬ মে) সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মন্জু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।

কৃষি বিভাগ জানায়, এ জেলায় ধান কাটা মারাই নির্বিঘ্নে করতে ভর্তুকি মূল্যে ২১টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হবে। এর মধ্যে ১৩টি বিতরণ করা হলো। প্রতিটি মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা ভত্তুর্কী দিয়ে ১৪ লাখ টাকায় কৃষক সমিতির মাধ্যমে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *