১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল
E-krishi-logo

প্রচ্ছদ > কাউনিয়ায় তামাক চাষে বিমুখ, ২৮০ হেক্টর জমিতে গম চাষ

কাউনিয়ায় তামাক চাষে বিমুখ, ২৮০ হেক্টর জমিতে গম চাষ

তামাকের ক্ষতিকর দিক বিবেচনা করে বিকল্প ফসল হিসেবে কাউনিয়া উপজেলার কৃষি বিভাগের পরামর্শে চরাঞ্চলের চাষিরা চলতি মৌসুমে গম কে বেছে নিয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষক বাম্পার ফলনের আশা করছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ও চরাঞ্চল ঘুরে দেখা গেছে তিস্তা নদী বেষ্টিত চর গুলোতে গমের চাষ হয়েছে বেশী। নিজদর্পা গ্রামের কৃষক আঃ জলিল, গদাই গ্রামের কৃষক শাহজাহান, নাজিরদহ গ্রামের চাষি আজাহার আলী, বিশ্বনাথ গ্রামের দুদু মিয়া জানায় এর আগে তারা তামাক চাষ করতেন, তামাকের দামও ভাল পেতেন, কিন্তু বর্তমানে তারা তামাক আর চাষ করেন না। তারা জানায় কৃষি বিভাগের প্রচার প্রচারনার কারনে তামাকের ক্ষতিকর প্রভাবের বিষয় বুঝতে পেরে অনেকেই তামাক চাষ করেনা। ফলে আগের তুলনায় তামাকের চাষ কমেছে। গম চাষি আঃ জলিল জানায় বেশ কয়েক বার আলু চাষ করে ক্ষতির ফলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল হক এর পরামর্শে এ বছর আলু ও তামাকের পরিবর্তে গম চাষ করেছি। বর্তমানে আবাদের যে অবস্থা তাতে তারা বাম্পার ফলনের আশা করছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান উপজেলায় ১টি পৌর সভা সহ ৬টি ইউনিয়নে চলতি মৌসুমে ২৮০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। এর মধ্যে বারি ২৫, ২৬, ২৭, ২৭, ও দেশী জাতের গম চাষ হয়েছে। কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করার পাশাপাশি গম সহ বিভিন্ন ফসল চাষের পরামর্শ প্রদান করা হচ্ছে। উপজেলায় ৮০টি গমের প্রদর্শনী করা হয়েছে। এলাকার ৪৮০জন চাষিকে প্রনদনা প্রদান করা হয়েছে। চলতি মৌসুমে আবাহাওয়া অনুকুলে থাকায় রোগবালাই তেমন একটা হয় নি ফলে বাম্পার ফলন আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *