করলা গাছে মোজাইক ভাইরাস আক্রান্তে করণীয়

Ads

করলা গাছ মোজাইক ভাইরাসে আক্রান্ত হলে করণীয় কি তা কৃষকদের জানা জরুরী। লাভজনক হওয়ায় অনেক কৃষক করলার চাষ করে থাকেন। আমাদের দেশে বেশ কয়েক জাতের করলার চাষ হয়ে থাকে। করলা চাষের সময় অনেক ক্ষেত্রে মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে। আজকের এ লেখায় আমরা জেনে নিব করলা গাছ মোজাইক ভাইরাসে আক্রান্ত হলে করণীয় সম্পর্কে-

করলা গাছ মোজাইক ভাইরাসে আক্রান্ত হলে করণীয়ঃ

মোজাইক ভাইরাসের লক্ষণঃকরলা গাছ রোগে আক্রান্ত হলে গাছের পাতায় হলুদ ও গাঢ় সবুজ রং এর ছোপ ছোপ মোজাইক করা ছাপ দেখা যায়। অর্থাৎ পাতাগুলো দেখলে মনে হবে এতে হলুদ ও গাঢ় সবুজ রং এর মোজাইক করা হয়েছে।

মোজাইক রোগ আক্রান্ত হওয়া রোধে করণীয়ঃ

১। করলা গাছকে এ রোগ থেকে রক্ষার জন্য রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে।

২। চাষাবাদে ব্যবহৃত যন্ত্রপাতি জীবানুমুক্ত রাখতে হবে। এতে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে।

৩। আগাম জাতের বীজ বপন করতে হবে।

৪। সুষম সার ব্যবহার নিশ্চিত করতে হবে। তবে সার প্রয়োগের মাত্রা যাতে বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৫। করলার জমির চাষকৃত গাছের আশে পাশে দেশী গাঁদাফুলের গাছ লাগাবেন। তাতে অনেক রোগ ও ক্ষতিকর পোকা থেকে গাছ অনেকাংশে সুরক্ষা পায়।

৬। জৈব সারের উপর নির্ভরশীল বেশি হতে হবে।

রোগে আক্রান্ত হওয়ার পর করণীয়ঃ

১। করলার যে গাছগুলো এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সেগুলোকে তুলে ফেলতে হবে। তা না তুললে আক্রান্ত গাছগুলোকে কেটে ফেলতে হবে।

২। এছাড়াও চিকিৎসকের পরামর্শ নিয়ে কীটনাশক প্রয়োগ করতে হবে। তবে এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।

কীটনাশক প্রয়োগে সতর্কতাঃ

১। করলায় জমিতে কীটনাশক দ্রবন স্প্রে করতে হলে সকাল ৯/১০ টার মধ্যে পরিস্কার আবহাওয়ায় সূর্যালোক থাকা অবস্থায় স্প্রে করতে হবে। এই সময়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়।

২। স্প্রে করা জমিতে হাঁস-মুরগি যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

Ads
আপনি এটাও পছন্দ করতে পারেন
Loading...